ঢাকাFriday , 7 October 2022

নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিনঃ নানক

Link Copied!

নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকার বিকল্প নেই।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। ফুলছড়ি উপজেলার এক স্কুল মাঠেই জনসভার আয়োজন করা হয়।

আরও পড়ুন- মদনে প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করলেন তানজিনা শাহরিন

আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রয়াত এমপি ফজলে রাব্বী মিয়া’র মেয়ের উদ্দেশ্যে আমি বলবো- চিন্তার কিছু নেই। অনেক উপহার দেওয়ার মত সুযোগ নেত্রীর (প্রধানমন্ত্রী) রয়েছে।

তবে এই আসনের উপনির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। প্রতিটি ঘরে প্রতিটি ভোটারের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। আমি বিশ্বাস করি, আগামী ১২ ই অক্টোবর সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে সকলে ভোট দিবেন। বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেবেন আপনারা।

জাহাঙ্গীর কবির নানক বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন নৌকার পক্ষে জনসাধারণের ভোট নিশ্চিত করতে।

তিনি আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাও বলেছেন- এই আসনের ভোটাররা নৌকার পক্ষে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করলে অচিরেই এলাকার যে সকল সমস্যা রয়েছে তা সমাধান করবেন।

নদী ভাঙ্গন সম্পর্কে নানক বলেন- যমুনার ভাঙ্গনে ফুলছড়ি-সাঘাটা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আপনারা যদি রিপনকে (নৌকার প্রার্থী) ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এই যমুনার ভাঙন থেকে চিরদিনের জন্য জীবন রক্ষা বাঁধ তৈরি করা হবে। এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4984

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…