শরীয়তপুর জাজিরা উপজেলায় এক ট্রাক পলিথিন জব্দ সহ গাড়ি চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৩ নভেম্বর) কাজিরহাট পল্লি বিদ্যুৎ পাওয়ার হাউজের কাছে ভোর ৪ টার দিকে ভেদরগঞ্জ ট্রান্সপোর্ট এর সাদি এন্টারপ্রাইজ নামের ঢাকা মেট্রো-ড ১৪-২৯৯৭ নামের একটি ট্টাক আটক করা হয়।
স্থানীয়া ভাবে জানাযায়, পলিথিন পরিবহন করছে এমন সংবাদের ভিক্তিতে গাড়িটি জাজিরা থানা সাব ইনেপেক্ট মোঃ তাজুল ইসলাম আটক করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন— খুলনার জনসভায় প্রধানমন্ত্রী
এ বিষয় পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান জানান, জাজিরা থানা পুলিশ পলিথিন সন্দেহে একটি ট্রাক আটক করেছে। খবর পেয়ে তিনি জাজিরা থানায় গিয়ে এবং জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে গাড়ির তল্লাসি করে ৪৮ বস্তা পলিথিন পেয়েছেন এবং পরে সেগুলো জব্দ করেছেন তিনি।
এ বিষয় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল জানান, পরিবেশ অধিদপ্তর ও জাজিরা থানা পুলিশ পলিথিন সহ ১ টি ট্রাক আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা মতে পলিথিন জব্দ ও পরিবহন এর দায়ে চালক কালাম চৌধুরী কে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। ‘আমাদের এই অভিযান অবহ্যত থাকবে’- বলেন তিনি।