রাজধানীর গাবতলি, গুলিস্তান ও মতিঝিলে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যেক স্থানে একটি করে মোট তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১১ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন—
তিনি বলেন, ‘বাসে আগুনের খবর পেয়ে তিনটি স্থানেই ফায়ার সার্ভিসের দু’টি করে মোট ছয়টি ইউনিট নিয়ন্ত্রণের জন্য যায়। কর্মীরা আগুন নির্বাপণের কাজ করছে।’
জানা গেছে, গাবতলি বাসস্ট্যান্ডে রাত ৮টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মতিঝিলে বাসে আগুন দেওয়া হয় গাবতলির ১৫ মিনিট আগে রাত ৮টা ২০ মিনিটে। নটরডেম কলেজের সামনে ঘটনাটি ঘটে।
গুলিস্তানে বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে রাত ৯টায়। সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ নামে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।