নেত্রকোণা জেলার মদন উপজেলায় প্রাণিসম্পদ কার্যালয়ের “এল,ডি,ডি,পি” প্রকল্পের আওতায় ছাগলের গৃহ নির্মান প্রকল্পের অনিয়মের সংবাদ শীর্ষ সংবাদ ডট কম-এ প্রকাশের পর টাকা ফিরে পেলেন ভুক্তভোগীরা।
গত ৫ নভেম্বর (রবিবার) “কৌশলে ছাগলের ঘর নির্মাণের অর্থ হাতিয়ে নিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা” শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর আজ মঙ্গলবার (৭ নভেম্বর) নায়েকপুর ইউনিয়নের “এল,ডি,ডি,পি” প্রকল্পের তালিকাভুক্ত সদস্যদেরকে ডেকে এনে তাদের প্রত্যেককে ৫ হাজার ৫০০ টাকা করে চেক দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন— কৌশলে ছাগলের ঘর নির্মাণের অর্থ হাতিয়ে নিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা
এ বিষয়ে কয়েকজন সদস্যের সাথে কথা হলে তারা বলেন, গতকাল (সোমবার) আমাদেরকে জানানো হয়েছে আমরা যেনো অফিসে এসে আমাদের জন্য বরাদ্দকৃত টাকা নিয়ে যাই। কিন্তু আজ (মঙ্গলবার) আসলে আমাদেরকে পাঁচ হাজার ৫০০ টাকা করে চেক দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, তবে বাকি টাকা কবে দেওয়া হবে জানতে চাইলে, স্যারেরা বলেন ১৫দিন পরেও হতে পারে আবার ২-৩ মাস দেরি হতেও পারে। তবে আমরা চাই আমাদের টাকা যেন খুব শীঘ্রই দিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে রিপোর্ট লেখার সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মকর্তা ডাঃ তায়রান ইকবালের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে রিপোর্ট লেখার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার ফোনেও একাধিক বার ফোন করলেও তার বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।