‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস।
উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে শনিবার সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন— নাটোরের বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের হীরক জয়ন্তী উৎসব
পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন সহ বিভিন্ন রেজিস্টার্ড সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।