গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

দেড় কোটি টাকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করলো রামগড় ৪৩ বিজিবি

রামগড়, খাগড়াছড়ি সংবাদদাতাঃ
নভেম্বর ৪, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবির আওতাধীন এলাকায় বিভিন্ন সময়ে আটককৃত ১ কোটি ৬২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় বাগানবাজার হাইস্কুল মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ৭ হাজার ২৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২৬৯ বোতল ভারতীয় বিয়ার ক্যান, ১ হাজার ৯২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯ হাজার ৮৭৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৪০৯ কেজি ৩৬ গ্রাম ভারতীয় গাঁজা, ২০৮ লিটার ২৫ গ্রাম ভারতীয় চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৫০০ পিস নিমসোলাইড ট্যাবলেট রয়েছে।

আরও পড়ুন—    রায়পুরে একই সময়ে শিক্ষাকর্মকর্তাসহ চার ব্যাক্তির জানাজা

৪৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এর সভাপতিত্বে পরিচালক অপারেশন (চট্টগ্রাম) লেঃ কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, ২৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, ৪০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, লেঃ কর্নেল সফিকুর রহমান, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী চট্টগ্রাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খাগড়াছড়ি সহ বিজিবি’র পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে মাদকদ্রব্য পাচার রোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা-বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মী সহ সকল স্তরের নাগরিকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।