‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে যুব ও ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন চত্তরে যুব র্যালি এবং আলোচনা সভা, ৪০ জনকে যুব পুরস্কার প্রদান, তিনজনকে যুব ঋণ বিতরণ ও ৩০ জনকে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন— আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা
সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা অনজন দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুন্নেছা পান্না, মৎস কর্মকর্তা এমদাদুল হক, শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, আইসিটি কর্মকর্তা সুভ্রজিত, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার ও চরমোহনা ইউপি চেয়ারম্যান সফিক পাঠান।