সিরাজগঞ্জের উল্লাপাড়া আজ সোমবার উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের গিয়ে শেষ হয়।
ডেঙ্গু সপ্তাহ পালন উপলক্ষ্যে পথচারী, পরিবহন শ্রমিক ও দোকানীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
আরও পড়ুন— গাইবান্ধায় দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা
র্যালিতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন, উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম লেবু, রেজাউল করিম, মাহফুজা রানী মায়া, মোছাঃ নাসরিন খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা নিলুফার ইয়াসমিন,
পৌর নির্বাহী কমকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের কমকর্তা ও কমচারীগণ উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে পরিছ্চন্নতা সপ্তাহ-২০২৩ চলবে আগামী ৪ নভেম্বর-২০২৩ পর্যন্ত।