biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSunday , 29 October 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মী গ্রেপ্তার

    Link Copied!

    পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রবিবার (২৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সামিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে, গতকাল শনিবার বিকেল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত জেলার বেলকুচি, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, এনায়েতপুর, শাহজাদপুর, কাজিপুর, সলঙ্গা, কামারখন্দ ও চৌহালী থানা পুলিশ অভিযান চালিয়ে এসব নেতাদের গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদধারী কয়েকজন নেতা রয়েছেন বলে জানা গেছে।

    সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

    আরও পড়ুন—    রায়পুরে বৃদ্ধা মাকে মারধর করায় কারাগারে ছেলে

    বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৯ জন বিএনপি ও ৯ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।

    রায়গঞ্জ থানার ওসি আসি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ১৮ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন দুলাল রয়েছেন।

    উল্লাপাড়া থানার ওসি নরুল ইসলাম জানান, বিএনপির ১২ ও জামায়াতের ১ নেতাকর্মীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

    কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, একদিনে অভিযান চালিয়ে ৭ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

    কামারখন্দ থানার ওসি রেজাউল করিম জানান, বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

    সলঙ্গা থানার ওসি জানান, গতকাল রাতে অভিযান চালিয়ে ৭ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

    আরও পড়ুন—    পুলিশ কনস্টেবল পারভেজ হত্যায় গ্রেপ্তার ২

    তাড়াশ থানার ওসি শহীদুল ইসলাম জানান, জামায়াত ও বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

    এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ বিশ্বাস জানান, বিএনপি জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন তারা।

    শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, শাহজাদপুরের বিভিন্ন স্থান থেকে ৫ বিএনপি ও ৪ জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়।

    চৌহালী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, ২৪ ঘণ্টায় ২ বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম ও সদস্য হামিদ মোল্লা।

    সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সামিউল আলম জানান, গ্রেপ্তার বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা প্রদান ও নাশকতার অভিযোগে এক বা একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…