ঢাকাSaturday , 28 October 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • এক শ্রেণীর লোকজন সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার জন্য সব সময় লেগে থাকেঃ হুইপ গিনি

    Link Copied!

    জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। সেইসাথে বিশ্বের সাম্প্রদায়িক সম্পৃতির দেশ হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে বাংলাদেশের। কারণ এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে তাদের নিজ নিজ ধর্ম পালন করে থাকে। এই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সমান সমান। আমাদের খেয়াল রাখতে হবে কেউ যাতে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করতে না পারে।

    শনিবার (২৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের লোহাচোরা ব্রীজ সংলগ্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখে। এক শ্রেণীর লোকজন সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার জন্য সব সময় লেগে থাকে। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, জননেত্রী হাসিনার হাতেই সকল ধর্মের মানুষ নিরাপদ। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

    আরও পড়ুন—    রায়পুরে গৃহবধূকে গণধর্ষণের মামলায় দুই আসামীকে জেলে প্রেরণ

    মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, এ দেশে সকল ধর্মের লোকজন ভাই ভাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে এবং নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। পরে তিনি জেলা পরিষদের তহবিল থেকে হিন্দু ধর্মাবম্বীদের সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

    মতবিনিময় সভায় গাইবান্ধা সদর সহকারি কমিশনার (ভূমি) মো. রেজাউল ইসলাম, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, বায়ালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিলন কুমার দেব, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া বাবু, বোয়ালী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, দক্ষিণ ফলিয়া লোহাচোরা শ্বশানঘাট কমিটির সভাপতি নারায়ন চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র বর্মণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    পরে হুইপ ওই এলাকার আলাই নদীর তীরে একটি আধুনিক শ্বশান ঘাট, মরদেহ রাখার শেড ঘর ও একটি কালী মন্দির নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি অসহায় ও গরীব ১০ হিন্দু পরিবারকে তিন হাজার করে টাকা ও এক বান্ডিল করে টিন প্রদানের প্রতিশ্রুতি দেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4965

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…