সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ১ হাজার ৫’শ মোটর সাইকেল বহর নিয়ে আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯ টায় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ শোভাযাত্রা পৌর শহরের গুলিস্থান চত্বর থেকে বের হয়ে বোয়ালিয়া, হাটিকুমরুল, দবিরগঞ্জ, কুচিয়ামারা, গয়হাট্রা, কয়ড়া, মোহনপুর, রাজমান এলাকা হয়ে প্রায় ৭৬ কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে স্থানীয় সরকারী আকবর আলী কলেজে মাঠে এসে শেষ হয়।
আরও পড়ুন— রামগড় কৃষি অফিসের উদ্যোগে বীজ ও সার বিতরণ
পরে বিকেল ৪ টায় উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আওয়ামি লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
মোটর সাইকেল বহরের এই বিশাল শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মোটর সাইকেল নিয়ে এ শোভাযাত্রায় যোগ দেয়।