সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট জেলা বাসীকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাট জেলার তৃণমূল মানুষের একান্ত আস্থাভাজন, কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা আহ্বায়ক কমিটির সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
আরও পড়ুন— কোথাও কিছু ঘটেনি, নতুন করে ৪৭ মামলাঃ ফখরুল
বিবৃতিতে তিনি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও লালমনিরহাট জেলার ৫ টি উপজেলার জনগণের পাসে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব পালন করবে। লালমনিরহাট মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।’
ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।