ঢাকাTuesday , 17 October 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • চাঁদা চেয়ে চিঠি, শায়েস্তাগঞ্জ থানার ওসি সাময়িক বরখাস্ত

    Link Copied!

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদা চেয়ে শিল্পপ্রতিষ্ঠানে চিঠি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    সোমবার (১৬ অক্টোবর) রাতে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ১০ অক্টোবর চাঁদা চেয়ে চিঠি দিয়েছিলেন ওসি নাজমুল।

    অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ওসি চাঁদা চেয়ে শিল্প প্রতিষ্ঠানে যে চিঠি দিয়েছিলেন, তার সত্যতা পাওয়া গেছে। তাই সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

    আরও পড়ুন—    মদনে বিষ প্রয়োগে হাঁস নিধন, খামারির আহাজারি

    চিঠিতে বলা হয়, ১৪ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সভাপতি, সহ-সভাপতি, কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। পূজা সংক্রান্ত ওই অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের নাশতা এবং আপ্যায়নের জন্য বর্ণিত মালামাল সরবরাহ করে পুলিশের সঙ্গে একাত্মতা পোষণ করার অনুরোধ করা হলো।

    দুর্গাপূজা উপলক্ষে যে মতবিনিময় সভার বিষয়ে ওসির সেই চিঠিতে উল্লেখ ছিল, সভায় অতিথিদের জন্য ৩০০ প্লেট কাচ্চি বিরিয়ানি, ৩০ কেজি জিলাপি, ৩০ কেজি মিষ্টি, ৩০০ প্যাকেট দই ও ৫০০ বোতল পানির প্রয়োজন। এ বাবদ এক লাখ টাকার মালামাল সরবরাহের কথা বলেন।

    আরও পড়ুন—    আন্তর্জাতিক শক্তি সাহস জোগাচ্ছে, বললেন মির্জা ফখরুল

    এছাড়া, আগামী ২৮ অক্টোবর সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে শায়েস্তাগঞ্জ থানার পক্ষ থেকে সুধী সমাবেশ করতে চান তারা। সেই সমাবেশের জন্য ৫০০ প্যাকেট কাচ্চি বিরিয়ানি, মিষ্টি ও দইয়ের প্রয়োজন।

    সেই সঙ্গে অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুন, মাইকিং, ফিল্ড ক্যাপসহ বিভিন্ন সামগ্রী দরকার। এ জন্য তাদের আরও আড়াই লাখ টাকার মালামাল দরকার। দুই অনুষ্ঠানে খরচ বাবদ মোট সাড়ে তিন লাখ টাকার মালামাল চেয়ে ওসির স্বাক্ষরিত চিঠিটি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষকে দেওয়া হয়।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4983

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…