biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাTuesday , 26 September 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • উল্লাপাড়ায় চার ইউনিয়ন পরিষদের নিজস্ব কোন কমপ্লেক্স ভবন নেই

    Link Copied!

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) আধুনিক কমপ্লেক্স ভবন নেই। ইউপি চারটি হলো- পঞ্চক্রোশী, পূর্ণিমাগাতী, কয়ড়া ও উল্লাপাড়া সদর। কয়ড়া ইউপির কার্যক্রম ভাড়া ঘরে চলছে। সদর উল্লাপাড়া ইউপির কার্যালয়টি পৌরসভা এলাকায় অবস্থিত।

    জানা গেছে জায়গা জটিলতা, আঞ্চলিক বিরোধসহ নানা কারণে প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

    জানা গেছে, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম বেতকান্দি হাট নামে পরিচিত সলপ ষ্টেশন হাটখোলায় ইটের গাঁথুনির উপর টিনের ছাউনির ঘরে চলছে। এটি পরিষদের নিজস্ব জায়গা বলে জানা গেছে। জমির পরিমাণ ১২ শতক। দুইবছর আগে ইউনিয়নের বেতকান্দিতে নিজস্ব আধুনিক মানের ইউপি কমপ্লেক্স ভবন করার জন্য প্রয়োজনীয় ২৫ শতক পরিমাণ জমি কেনা এবং এডিপি থেকে সিসি রাস্তা নির্মাণ করা হয়েছে।

    এদিকে বন্যাকান্দি ও আশেপাশের কয়েক গ্রামের জনগণ চাইছে বন্যাকান্দিতে পঞ্চক্রোশী ইউপি কমপ্লেক্স ভবন হোক। পরে উপজেলা প্রশাসন থেকে ইউনিয়নের বেতকান্দি এলাকায় ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

    আরও পড়ুন-   একদিনে ১৪ জনের মৃত্যু ডেঙ্গুতে , হাসপাতালে ২৮৬৫

    পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দীন বলেন, ‘বেতকান্দিতে কেনা জায়গায় ইউপি কমপ্লেক্স ভবন হলে সবদিক থেকে ইউনিয়নবাসীদের সুবিধা হবে।’

    এদিকে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম পুঠিয়া বাজারের নিজস্ব জায়গায় ছোটো একটি পুরাতন দোতলা ভবনে চলছে। প্রযোজনীয় পরিমাণ জায়গা না থাকায় এখানে কমপ্লেক্স ভবন নির্মাণ করা যায়নি।

    পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম তপন বলেন, ‘কমপ্লেক্স ভবনের জন্য কাজী পরিবার থেকে প্রযোজনীয় ২৫ শতক পরিমাণ জমি সরকার বরাবর লিখে দেওয়া হয়েছে।’ তিনি আশা করছেন কমপ্লেক্স ভবন নির্মাণ হবে।

    আরো জানা গেছে, কয়ড়া ইউনিয়ন পরিষদ ২০১২ সালে গঠনের পর থেকেই ভাড়া ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে। কয়ড়া বাজারের নদীর ওপারে খামারপাড়া এলাকায় ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা বিরোধে এটি বাস্তবায়ন হয়নি।

    কয়ড়া ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, খাস জায়গায় কমপ্লেক্স ভবনটি করার জন্য একাধিকবার উর্ধ্বতন কতৃপক্ষের কাছে গেলেও তা এগোয়নি।

    আরও পড়ুন-   যখন সুষ্ঠুভাবে নির্বাচনগুলো করছি, তখনই আবার নির্বাচন নিয়ে প্রশ্ন

    এছাড়া উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়টি প্রায় আড়াই যুগেও নিজ সীমানা এলাকায় প্রতিষ্ঠা হয়নি। উল্লাপাড়া পৌর এলাকায় আগের কার্যালয় থেকেই ইউনিয়নটির যাবতীয় কার্যক্রম চলছে। এ ইউনিয়ন পরিষদের জমির পরিমান প্রায় ২৪ শতক। প্রায় সাড়ে আট বছর আগে নিজ সীমানায় ইউনিয়নটির নিজস্ব কার্যালয়টি স্থানান্তরের মাধ্যমে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় বাখুয়া পশ্চিমপাড়া (মিলপাড়া) এলাকায় জমি কেনার উদ্যোগ নেওয়া হলেও পরে বাস্তবায়ন হয়নি।

    উল্লাপাড়া সদর ইউপির বর্তমান চেয়ারম্যান আব্দুস সালেক জানান, তিনি নিজ ইউনিয়ন এলাকায় ইউপি কার্যালয়টি করার বিষয়ে উদ্যোগ মাঝে মধ্যেই নিচ্ছেন।

    উল্লাপাড়া ইউএনও মোঃ উজ্জল হোসেন বলেন, ‘আধুনিক একটি ইউপি কমপ্লেক্স ভবনের জন্য ২৫ শতক জায়গা দরকার। পঞ্চক্রোশী ইউপি কমপ্লেক্স ভবন করার বিষয়ে চিন্তা করা হলেও নানা বিরোধে করা যায়নি। পূর্ণিমাগাতীর কমপ্লেক্স ভবন নির্মাণে প্রযোজনীয় উদ্যোগ নেওয়া হবে। কয়ড়ার ভবন নির্মাণের জমি বিরোধে ও প্রয়োজনীয় পরিমাণ জায়গা না থাকায় উদ্যোগ নেওয়া যায়নি। উল্লাপাড়া সদর ইউপি কার্যালয়টি ইউনিয়ন এলাকায় সুবিধাজনক স্থানে হলে নাগরিকদের সুবিধা বাড়বে। এসব বাস্তবায়নে উপজেলা প্রশাসন থেকে জোরালো উদ্যোগ নেওয়া হবে।’

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

     

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…