খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহিম খলিল বাবু (২৬) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিম বল্টুরামটিলা এলাকার মৃত আব্দুর রাজ্জাক এর পুত্র।
আরও পড়ুন- ২০২৫ সালের মধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালুঃ প্রধানমন্ত্রী
রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় এবং এসআই (নিঃ) সামছুল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিআর মামলা নম্বর ১১/২৩(রামগড়), ধারা-২০১৮ সনের মাদক নিয়ন্ত্রণ আইনে ওয়ারেন্ট ভুক্ত আসামি ইব্রাহিম খলিল বাবু (২৬)কে গ্রেফতার করা হয়।
রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকা হতে ইব্রাহিম খলিল বাবু নামে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শীর্ষসংবাদ/নয়ন



