গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড় ভাই

টাঙ্গাইল সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ছোট ভাইয়ের মৃত্যুর খবরে আবুল হোসেন নামে এক বড় ভাই মারা গেছেন। আবুল হোসেন যমুনা ফার্টিলাইজার সার কারখানায় চাকরি করতেন।

রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।

আবুল হোসেনের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আলোয়া ইউনিয়নের চর নিকলা গ্রামে। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে।

মৃত্যের স্বজনরা জানিয়েছেন, কলেজের সহকারী অধ্যাপক নূরুল আমিনের বড় ভাই আবুল হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগের কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত রবিবার বড় ভাইকে দেখতে যান নূরুল আমিন। হাসপাতালে যাওয়ার পথে স্ট্রোক করে মারা যান শিক্ষক নুরুল আমিন। পরে একই দিন সন্ধ্যায় স্বজনরা তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বড় ভাই আবুল হোসেনও।

আরও পড়ুন-   গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিরোধী সংলাপ

ভূঞাপুর শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ ইকবাল হোসাইন বলেন, ‘শিক্ষক নূরুল আমিন হেঁটে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর খবরে তার বড় ভাইও মারা গেছেন। তাদের দুই ভাইকে গ্রামের বাড়িতে পাশাপাশি কবর দেওয়া হয়েছে।’

সোমবার বড় ভাই আবুল হোসেনের জানাজা শেষে সকাল ১১টায় ভূঞাপুর উপজেলার চর নিকলার নুরানি মাদ্রাসার পাশের কবরস্থানে দাফন করা হয়। এর আগে রবিবার সন্ধ্যায় ছোট ভাই শিক্ষক নূরুল আমিনের প্রথম জানাজা ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় একই মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়। পরে ছোট ভাইয়ের কবরের পাশে বড় ভাইকে দাফন করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5484

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…