biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাTuesday , 18 July 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • ফেনীতে ত্রিমুখী সংঘর্ষঃ ১১ সাংবাদিকসহ আহত শতাধিক

    Link Copied!

    ফেনীতে বিএনপির পদযাত্রাকে ঘিরে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে ১১ জন সাংবাদিক এবং পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

    মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শহরের ট্রাংক রোড ও ইসলামপুর রোডে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    হামলায় আহতরা হলেন— ডিবিসি টিভির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া, মোহনা টিভির ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমেদ নিলয়, দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মীর হোসেন রাসেল, ডিবিসি টিভির ক্যামরাপার্সন দুলাল তালুকদার, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মুস্তাফিজ মুরাদ, সাপ্তাহিক ফেনীর তালাশের প্রতিবেদক এমএ আকাশ, বাংলাভিশন টিভির ক্যামরাপার্সন মামুন মিরাজুল, এটিএন নিউজের ক্যামরাপার্সন ও দৈনিক ফেনীর চিত্রগ্রাহক মোজাম্মেল হক লিংকন, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামরাপার্সন কামরুল ইসলাম।

    আরও পড়ুন-   লক্ষ্মীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ : নিহত ১

    গুলিবিদ্ধ ও আহত বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন পাটোয়ারি ইবু, ফাজিলপুরের তারেক, কামরান, তাঁতি দলের জলিলুর রহমান, পাঁছগাছিয়া ইউনিয়নের আবু আহমেদ, একই ইউনিয়নের খুরশিদ, মুক্তার হোসেন, সৈকত, জাকির আহমদ, ফরিদ, শাহিন, কামাল উদ্দিন, সোবহান আলী আরিয়ান, সামছুল আলম ছুট্টু, সোহেল, সম্রাট, আরিফ, মহি উদ্দিন, মোশারফ হোসেন, সাজেদুল ইসলাম নিশান, ফরহাদ, নুর হোসেন, আবুল বশর, শাহ নেয়াজ, ফারুক, রাসেল, শহিদ, সাইফুল ইসলাম, শাহ আলম, হাসান, বদিউল আলম, আরমান হোসেন, আল আমিন, জিহাদ ও সাইদুল হক, কামাল হোসেন, শাহেদ, আরমান, তাজুল ইসলাম, শাহ আলম, আবদুল হালিম, সাজু, মাহবুবুল হক সুমন ও আবু তৈয়বের নাম জানা গেছে।

    পুলিশের দাবি, বিএনপির হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

    এছাড়া অজ্ঞাত দুর্বৃত্তদের ছোঁড়া ইটপাটকেলে প্রেসক্লাবের জানালার গ্লাস ভেঙে গেছে।

    প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক বলে অবিহিত করছেন জেলার প্রবীণ সাংবাদিকরা।

    প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের বলেন, সাংবাদিকরা পেশাগত কাজে মাঠে কাজ করতে যায়। গণমাধ্যমের কর্মী এবং প্রেসক্লাবের ওপর হামলা মেনে নেওয়া যায় না। এটি মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত। আমরা এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

    আরও পড়ুন-   বেনাপোল ৩০ পিস স্বর্ণের বার উদ্ধার

    ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, রাজনৈতিক নেতাদের কথা সাংবাদিকদের মাধ্যমেই জনগণের সামনে আসে। সাংবাদিক ও প্রেসক্লাবের ওপর হামলার ঘটনাটি অপরাজনীতিকে সামনে নিয়ে আসে। অবশ্যই এদের বিচার হতে হবে।

    ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, একই দিনে বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সকাল থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিএনপির পদযাত্রা কর্মসূচির শেষের দিকে দলীয় নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    আরও পড়ুন-   কিশোরগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলি, সাংবাদিকসহ আহত শতাধিক

    ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন আলাল বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা নিয়ে দাউদপুর থেকে ইসলামপুর রোডে যাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় নেতাকর্মীরা ক্ষেপে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এতে আমাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

    এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শহরে উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা করে আওয়ামী লীগ। এসময় তারাও বিএনপি অধ্যুষিত ইসলামপুর রোডের কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করে।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…