XJatyo XBudget cover বাজেট কভার
ঢাকাThursday , 25 May 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

Link Copied!

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ এ সভার সভাপতিত্বে করেন। এবারের বাজেটে আয়-ব্যয় হিসেব করে ১৮ হাজার টাকা উদ্বৃত্ব রেখে ১ কোটি ১৯ লাখ ২ হাজার ৪শ ৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ৩ লাখ ২৮ হাজার টাকা ও উন্নয়ন খাতে ১ কোটি ১৫ লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য ব্যয় ১ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৪৫০ টাকা ৷

আরও পড়ুন-   গাসিক নির্বাচনঃ বড় অভিযোগ-বিশৃঙ্খলা ছাড়াই ভোট শেষ, চলছে গণনা

এসময় এ বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবুল বশির, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোল্লা, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন আহমেদ, আলহাজ ডাঃ আবুল হোসেন মিয়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শমশের আলী মোল্লা, প্রমূখ। প্রমূখসহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান মোঃ আবু ছাইদ বিদ্যুৎ তার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার সপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয় নিয়ে আমরা খাষকাউলিয়া ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার কাজ শুরু করেছি এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করছি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…