পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে পুলিশ হেফাজতে নিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (৯ মে) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির হাইকোর্ট থেকে তাকে রেঞ্জার্স বাহিনী পুলিশ হেফাজতে নিয়ে যায়।
পিটিআইয়ের আইন প্রণেতা ফাইসাল চৌধুরী বিষয়টি নিশ্চিম করেছেন।
আরও পড়ুন- রিজার্ভ সাত বছরে সর্বনিম্ন
পিটিআই নেতা মুসারারাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তারা এই মুহূর্তে ইমরান খানের ওপর নির্যাতন করছে…. তারা ইমরান সাহেবকে মারধর করছে। তারা খান সাহেবের সঙ্গে কিছু একটা করছে।’
পিটিআইয়ের কর্মকর্তারা ইমরান খানের আইনজীবীর একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, ওই আইনজীবী আহত হয়েছেন এবং তার চিকিৎসা চলছে।
এদিকে, ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে নির্যাতন করা হয়নি বলেও দাবি করেছে পুলিশ।
বিস্তারিত আসছে…
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।