সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রান্তিক কৃষকের ২৫ শতাংশ জমির ধান কেটে দিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
সোমবার (৮ মে) সকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উল্লাপাড়া পৌর শহরের ঘাটিনা এলাকায় জহুরুল ইসলাম নামে একজন দরিদ্র কৃষকের ধান কেটে দেন তিনি।
এসময় সংসদ সদস্য তানভীর ইমামের সাথে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এ ধান কাটায় অংশ নেয়।
আরও পড়ুন- লক্ষ্মীপুরে স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী!
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সংসদ সদস্য তানভীর ইমাম দলীয় নেতাকর্মীদের উপজেলার বিভিন্ন এলাকার অসহায় কৃষকদের জমির ধান কেটে ঘরে তুলে দেয়ার আহবান জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।