যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আব্বাস আলী বাবু (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে (ডিবি) পুলিশ।
সোমবার (১ মে) দিবাগত রাতে বেনাপোল হাইওয়ে রাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্বাস আলী বাবু নামাজ গ্রামের ইলিয়াস কাঞ্চনের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক প্রায় ৪৫ হাজার টাকা।
আরও পড়ুন- রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের বিনিময় হার ১ টাকা বাড়ল
এ বিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তে সোমবার অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।