ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে মদন উপজেলা বাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণা জেলার মদন উপজেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে তিনি এই শুভেচ্ছা বার্তাটি দেন।
শুভেচ্ছা বার্তায় সাদ্দাম হোসেন বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতার আগে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। স্বাধীনতা পরবর্তী সময়ও তার অবদান ছিল অনন্য।”
আরও পড়ুন- রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা
তিনি আরো বলেন, “এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।”
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।