biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাMonday , 30 January 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • সুদের টাকার জন্য ঘরে তালা : পালিয়ে বেড়াচ্ছেন দিনমজুর পরিবার

    Link Copied!

    লক্ষ্মীপুরের রায়পুরে ২০ হাজার টাকার লাভ দিতে না পারায় দিনমজুর পরিবারের ঘরে তালা দিয়েছেন দাদন ব্যবসায়ী জাহাঙ্গির মিয়া। যার ফলে গত তিনদিন দিনমজুর বাবুল হোসেন (৪১) ও তার স্ত্রী সাজু বেগম (৩৫)সহ পরিবার ওই দাদন ব্যবসায়ীর ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

    ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জানুয়ারী) রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিন রায়পুর গ্রামের কারিগো বাড়ীতে।

    রোববার (২৯ জানুয়ারী) রাতে নির্যাতনের শিকার সাজু বেগম বাদি হয়ে বাবুল কারি ও জাহাঙ্গিরসহ ৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে, একইদিনে উল্টো জাহাঙ্গিরের শাশুরী রৌশনারা বেগম বাদি হয়ে অসহায় দিনমজুর বাবুল হোসেন, তার স্ত্রী সাজু বেগম সহ ৭ জনের নামে থানায় মামলা করে হয়রানি করছে।

    দিনমজুর বাবুল হোসেন ও তার স্ত্রী অভিযোগ করেন, ২০ হাজার টাকার সুদ দিতে না পারায় তাদের ঘরে তালা দেয় একই এলাকার দাদন ব্যবসায়ী জাহাঙ্গির ও বাবুল কারী। ৩দিন ধরে দাদন ব্যবসায়ীর ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সুদের টাকা না দিলে তাদের যেখানে পাবে সেখানেই বেঁধে রাখার হুমকি দেয় দাদন ব্যবসায়ী জাহাঙ্গির ও বাবুল কারী। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় পরিবারটি। দাদন ব্যবসায়ী প্রভাবশালী হওয়ায় বিচার চাওয়ার সাহসও হারিয়ে ফেলেছেন দিনমজুর পরিবারটি।

    দিনমজুর বাবুল হোসেনের স্ত্রী সাজু বেগম জানান, সংসারের অভাবের কারণে ৩ বছর আগে জাহাঙ্গিরের কাছ থেকে ৬ মাসে ১ লাখে ২০ হাজার টাকা হারে দাদনের দেড় লাখ টাকা নেন। চার’শ টাকার ননজুডিশিয়াল ষ্টাম্পে দস্তখত নিয়ে আড়াই বছরে আসল এক লাখে সুদ নেয় এক লাখ দশ হাজার টাকা ও ১৫ কাউন সুপারি (১৬ পোনে এক কাউন ১৫ কাউন সুপারি-যার মূল্য ৩৬ হাজার টাকা) দেয়া হয়। বেশ কিছুদিন ধরে লাভে-আসলে টাকা পরিশোধের চাপ দেয় জাহাঙ্গির। সময় মতো টাকা দিতে না পারায় শনিবার সকালে তাদের বাড়িতে যায় জাহাঙ্গির ও তার লোকজন। এসময় দেড় লাখ টাকা দিলেও সুদের ২০ হাজার টাকা না দেয়ায় হামলা করে তিনজনকে পিটিয়ে জখম করে ব্যাটারি চালিত অটোরিকসা (যার মূল্য-১ লাখ ৮০ হাজার টাকা) ভাংচুর করে জালিয়ে দেয় জাহাঙ্গির ও তার লোকজন। সময় মতো টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় দুই দিন আগে জাহাঙ্গির ও সাজু বেগমকে গালাগালি করে তাদের ঘরে তালা ঝুলিয়ে দেয় দাদন ব্যবসায়ী জাহাঙ্গির।

    এ ব্যাপারে কথা বলতে দাদন ব্যবসায়ী জাহাঙ্গির মোবাইলে জানান, বাবুল মিয়ার কাছে দেড় লাখ টাকা পাবো। ওই টাকা চাইতে গেলে বাবুল মিয়া ও পরিবার আমাদের উপর হামলা করে । আমি থানায় মামলা করেছি।তারা এখনপলাতক রয়েছে।
    তাদেরকে কেন টাকা দিলেন প্রশ্নের উত্তর মেলেনি।

    চরমোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক পাঠান বলেন, দুঃখজনক ঘটনাটি তিনি জেনেছেন, সমস্যা সমাধানে তিনি উদ্যোগ নেবেন।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, দিনমজুর বাবুল হোসেনের স্ত্রীর অভিযোগ ও জাহাঙ্গিরের শাশুরী রৌশন বেগমের মামলাটি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হচ্ছে

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…