নেত্রকোনার মদনে উপজেলা হল রুমে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ জানুয়ারী) উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তানজিনা শাহরীনের সভাপত্বিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভূইয়ার পরিচলনায় অনুষ্ঠানটি শুরু হয়।
আরও পড়ুন- ‘রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞার জাহাজে পণ্য পাঠিয়েছে’
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) ডাঃ মোঃ মাহমুদুর রহমান, নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম
মিয়া, উপ-পরিচালক (এমসিএইচ) ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, আরএমও ডাঃ এ কে এম রিফাত সাঈদ, ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন ও সাংবাদিক তোফাজ্জল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন মদন উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ব্যবস্হাপনায় ছিলেন এমসি এইচ- সার্ভিসেস
ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
কর্মশালায় ইউপি চেয়ারম্যান বৃন্দ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।