ইসরায়েল একদিকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে অন্যদিকে রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করতে বলছে। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের বিরুদ্ধে কপটতার এই অভিযোগ এনেছে কায়রোর রুশ দূতাবাস।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কায়রোর রুশ দূতাবাস এক টুইটবার্তায় বলেছে—– গত এপ্রিল মাসে ইউক্রেনের বুচায় গণহত্যার জন্য রাশিয়াকে দোষারোপে ও দায়ী করতে ইয়ার লাপিদের মিথ্যার সঙ্গে আগস্টে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলার তুলনা করুন। ফিলিস্তিনিদের জীবন সম্পূর্ণ উপেক্ষা করা কী দ্বিচারিতা নয়?
খবর অনুসারে, কায়রোর রুশ দূতাবাস এপ্রিলে করা ইয়ার লাপিদের একটি টুইট রি-টুইট করে। ওই টুইটে লাপিদ লিখেছিলেন, রাশিয়ার সেনাবাহিনী চলে যাওযার পর বুচা শহরের ভয়ঙ্কর দৃশ্যের ব্যাপারে উদাসীন থাকা সম্ভব নয়। ইচ্ছাকৃত বেসামরিক জনগণের ক্ষতি করা একটি যুদ্ধাপরাধ এবং আমি এর তীব্র নিন্দা জানাই।
অবশ্য ওই টুইট করার সময় ইয়ার লাপিদ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন নাফতালি বেনেট।