ঢাকাSaturday , 8 October 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ‘নির্বাচন-গণতন্ত্র-মানবাধিকার নিয়ে কারও পরামর্শ বাংলাদেশের প্রয়োজন নেই’

    Link Copied!

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কারও পরামর্শ বাংলাদেশের প্রয়োজন নেই। পশ্চিমা দেশগুলোতে স্কুলে, শপিংমলে হামলা হয়। প্রতি বছরই হাজারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলেও তা নিয়ে কোনও কথা নেই। বাংলাদেশে একটি ঘটনা ঘটলেই হুলস্থূল পড়ে যায়, যা দুঃখজনক। আমরা অত পরামর্শ চাই না, আমাদের হৃদয়টা স্বচ্ছ।’

    শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, ‘সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে, এর জন্য সরকার দায়ী না। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে। সরকার বিচারবহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটায় না। সরকার চায় না কেউ গুম এবং বিচারবহির্ভূত হত্যার শিকার হোক। যারা এ ধরনের কথা বলে বেড়াচ্ছে- এটা অপপ্রচার। এ ধরনের কোনও ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দ্রুত ব্যবস্থা নেবে।’

    আরও পড়ুন- ক্রিমিয়ান সেতুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩

    মোমেন বলেন, ‘কোনও একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে। বিদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে। এটা ঠিক নয়।’

    তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ লোক জীবন দিয়েছেন, ওই সময় তাদের মানবাধিকার কোথায় ছিল?’

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেব বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…