ঢাকাSaturday , 29 March 2025
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে আছেন, নিজেই জানেন না সদস্য

    Link Copied!

    লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার নব গঠিত এডহক কমিটি প্রত্যাখ্যানের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    শুক্রবার (২৮ মার্চ) ইফতারের আগ মুহুর্তে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্যগণসহ ক্লাব সমিতি, সাবেক খেলোয়াড়বৃন্দ, আম্পায়ার, স্কোরার ও রেফারির ব্যানারে এ আয়োজন করা হয়।

    এদিকে নতুন কমিটির সদস্য দেলোয়ার হোসেন নিজেই জানেন না তাকে সদস্য রাখা হয়েছে। তিনিও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে তিনি বলেন, জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটিতে আমার নাম আছে, তা আমি অবগত ছিলাম না। স্টেডিয়ামে এসে তা জানতে পেরেছি। এতে আমি এ ব্যবস্থাপনার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি। যেহেতু আমি এ কমিটি নিয়ে কিছুই জানি না।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব শামীম, জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি মহসিন কবির স্বপন, ক্রীড়া সংস্থার সাবেক সদস্য হুমায়ুন কবির জুয়েল, রাইজিং ফুটবল একাডেমির সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, অফিস সম্পাদক লোকমান মোল্লা, ফুটবল এসোসিয়েশনের অফিস সম্পাদক সোহেল আদনান, জেলা আম্পায়ার স্কোরার রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য মাজহারুল ইসলাম রাসেল, জেলা ক্রিকেট কোচ মনির হোসেন, ফুটবল কোচ মমিন উল্যা, লক্ষ্মীপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক সাইফুল করিম রিন্টু ও যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম রাজু প্রমুখ।

    বক্তব্যে আব্দুর রব শামীম, মহসিন কবির স্বপন ও হুমায়ুন কবীর জুয়েল জানান, স্বল্পকালীন সময়ের জন্য একটি এডহক কমিটি গঠন করা হবে। যারা এ কমিটিতে থাকবে তারা পরবর্তী কমিটিতে থাকতে পারবে না। এতে তারা কেউ নিজেদের নাম প্রস্তাব করেনি। সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি কমিটির প্রস্তাবনা দেওয়া হয়। যেখানে ক্রীড়াঙ্গণের পরিচিত ও কর্মঠ ব্যক্তিদের নাম দেওয়া হয়। কিন্তু তাদের নাম না রেখেই নতুন একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি মেনে নেওয়া যায় না। এ কমিটিকে তারা প্রত্যাখান করেছে বলে জানায়। কমিটি প্রত্যাখান চেয়ে ৬ এপ্রিল স্টেডিয়ামে মানববন্ধন আয়োজন করা হবে।

    লক্ষ্মীপুর জেলা ক্রীড়া কর্মকর্তা (অঃদাঃ) মাঈন উদ্দিন মিলকি বলেন, আমি ১৭ মার্চ অতিরিক্ত দায়িত্ব হিসেবে লক্ষ্মীপুরে নিযুক্ত হয়েছি। জেলা প্রশাসন থেকে একটি প্রস্তাবনা দিতে হয় কমিটির জন্য। আগের কর্মকর্তারা কমিটির প্রস্তাবনা দিয়েছেন। এ ব্যাপারে আমি কিছুই জানি না।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির ঘোষণা করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়েছে। এতে পদাধিকার ক্ষমতাবলে জেলা প্রশাসককে আহবায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়। এছাড়া নাসির উদ্দিন হাওলাদার, আবদুল মোতালেব জুয়েল, দেলোয়ার হোসেন, এনামুল আহসান রুবেল, জয়নাল আবেদীন, শাহেদুর রহমান রাফি ও আ হ ম মোস্তাকুর রহমানকে সদস্য মনোনীত করা হয়েছে।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 803

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…