খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের ভৈরব নদীর তীরে অবস্থিত পপুলার জুট মিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করছে।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জুট মিলের গোডাউনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ-ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ হয় সেখানে। তবে সময় যতই গড়াচ্ছে আগুনের লেলিহান শিখা ততই বাড়ছে।
আরও পড়ুন—
খুলনা নৌ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জুট মিলের গোডাউনে আগুন লাগার খবর আসে। তৎক্ষনিক খুলনা নৌ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থেলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন সিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে। আরও বেশ কিছু ইউনিট রওনা হয়েছে। এই মুহূর্তে আগুন লাগার কারণ জানানো সম্ভব নয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।