গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ
জুলাই ১৩, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২ দিনে দুধকুমার নদের পানি ৭৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে বন‍্যা আর নদী ভাঙ্গন আতংকে দিন পার করছে নদী তীরবর্তী এলাকার মানুষজন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার দুধকুমার, ফুলকুমার, কালজানি ও সংকোষসহ সব কটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিতে খাল-বিল পানিতে টইটুম্বর হয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুধকুমার নদের দুকুল উপচিয়ে নদী তীরবর্তী চর ও ডুবো চরসহ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২ টা পর্যন্ত দুধকুমার নদীর পানি ভূরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে বিপদ সীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানায়, বাংলাদেশ ও উজানের অববাহিকায় ভারতের অরুণাচল, আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বর্তমানে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বিপদসীমায় পৌঁছাতে পারে। একই কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানিও বৃদ্ধি অব‍্যাহত থাকতে পারে।

আরও পড়ুন-   ঠাকুরগাঁওয়ে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

সোনাহাট সেতু পাড়ের ব‍্যবসায়ী ফরিদুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিন থেকে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদী পানি দিয়ে ভরে গেছে। পানি বাড়ার ফলে  আমরা খুব আতঙ্কে দিন পার করছি।’

দুধকুমার নদী পাড়ের বাসিন্দা আমজাদ, জুলহাস উদ্দিন ও আইনাল হক জানান, নদ-নদীর পানি বাড়লে তারা ভয়ে থাকেন। কখন নদী ভাঙ্গনের কবলে পরে ফসলি জমি সহ সমস্তকিছু নদী গর্ভে চলে যায় কে জানে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘দুইদিন থেকে দুধকুমার নদের পানি খুবই বৃদ্ধি পাচ্ছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে তীরবর্তী নিম্নাঞ্চলে প্রবেশ করায় ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নদী ভাঙ্গন দেখা দিতে পারে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। আজ দুপুরে দুধকুমার নদের পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত নদ নদীর পানি বৃদ্ধি অব‍্যাহত থাকতে পারে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5484

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…