ঢাকাWednesday , 2 April 2025
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : এ্যানি চৌধুরী

    Link Copied!

    বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে এ দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেএমনটিই বিএনপির প্রত্যাশা। আমাদের দাবী রয়েছে বর্তমানঅন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই এ দেশে একটা সাধারণ নির্বাচনেরব্যাবস্থা গ্রহণ করবে। যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

    বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলেরআয়োজনে কলেজ মাঠে জেলার বর্তমান ও প্রাক্তন ছাত্রদলনেতৃবৃন্দের ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন তিনি।

    এ্যানি আরো বলেন, যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম স্বৈরাচারহুসেইন মুহাম্মদ এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াইসংগ্রামের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে, সেই স্বাভাবিকপরিস্থিতি যেন কোনভাইে হুমকির মুখে না পড়ে। আমরা সচেতন ওসজাগ রয়েছি। তা ধরে রাখতে সাবেক ও বর্তমান ছাত্রদলেরনেতাদেরও দায়িত্ব রয়েছে।

    তিনি বলেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, গণতন্ত্রকেনস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চলছে যেনভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে পারে । এই চক্রান্ত ও ষড়যন্ত্রমোকাবেলায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বলিষ্ঠ ভুমিকারাখতে হবে।

    অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মো. ইব্রাহীমেরসভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালেদা জিয়ার রাজনৈতিকউপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ সাবেকও বর্তমান নেতারা।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 803

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…