ঢাকাSunday , 30 March 2025
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • নিরপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হয় : এ্যানী

    Link Copied!

    বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না। নিরপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হয়। বাংলাদেশে গত ৬/৭ মাসে প্রকৃত মামলার পাশাপাশি কিছু শত্রুতামূলক আসামিও লিপিবদ্ধ করা হয়েছে। যার কারণে মামলাগুলো দুর্বল হয়ে যায়। প্রকৃত আসামি সুযোগ পেয়ে যায়, এ সুযোগ আপনারা দেবেন না।

    শনিবার (২৯ মার্চ) দুপরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এ্যানি বলেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী। তা না হলে হাসিনা আবার সুযোগ পাবে। হাসিনাকে সুযোগ দেওয়া যাবে না। যদি সে সুযোগ কেউ দিতে চান তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও অন্ধকারের দিকে যাবে।

    তিনি বলেন, আমাদের আন্দোলন শুধু জুলাইয়ের আন্দোলন ছিল না। গত ১৫ বছরে অনেকগুলো জুলাই-আগস্ট ছিল। সর্বশেষ এবারের জুলাই আন্দোলন। তাই আমরা সব এক ও অভিন্ন। এখানে ফাটল ধরানোর সুযোগ কেউ দেবেন না। গত ১৫ বছরে যারা শহীদ, গুম-খুন ও পঙ্গুত্ব বরণ করেছেন। দৃষ্টি শক্তি হারিয়েছেন আবার জুলাই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। সবাই দেশের জন্য সংগ্রাম করেছেন। জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তাদের দায়িত্ব নেবেন তারেক রহমান।

    এ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    শীর্ষ সংবাদ ডেস্কঃ

    প্রতিবেদক

    ঢাকা

    সর্বমোট নিউজ: 803

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…