biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSaturday , 29 October 2022
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • বিএনপির সমাবেশঃ জ্যামার দিয়ে নেটওয়ার্ক বন্ধের অভিযোগ

    রোকন মিয়াঃ
    October 29, 2022 1:48 am
    Link Copied!

    বিভিন্ন স্থান থেকে আগত বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করে বলছেন, শনিবার (২৯ অক্টোবর) রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুরের পর বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা জ্যামার স্থাপন করে সমাবেশস্থলে মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়েছে।

    সমাবেশ শুরুর একদিন আগে আকস্মিকভাবে রংপুর জেলা মটর মালিক সমিতি শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের আহ্বান জানায়। ফলে আগেই সমাবেশস্থলের পাশাপাশি নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করে সেখানে অবস্থান নিতে দেখা গেছে কয়েক হাজার নেতা-কর্মীকে।

    বৃহস্পতিবার রাতেই রংপুর বিভাগের ৮ জেলা বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক বাস ভাড়া করে এবং ট্রেনে করে রংপুরে পৌঁছান কয়েক হাজার নেতা-কর্মী। তারা নগরীর বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে অবস্থান নেন। শুক্রবার সকাল থেকে তারা সেখানে আছেন। শনিবার সকালে তারা সমাবেশস্থলে যাবেন বলে জানিয়েছেন।

    আরও পড়ুন-  মধ্যরাত থেকে মেঘনায় ইলিশ ধরবে জেলেরা

    মহাসমাবেশস্থল রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে, কয়েক হাজার নেতা-কর্মী খোলা আকাশের নিচে অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন। সেখানে অবস্থান করছেন মহাসমাবেশের সমন্বয়কারী, বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংসদ সদস্য হারুনর রশীদ, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ স্থানীয় নেতারা। তারা বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

    এ ব্যাপারে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক জানান, তিনি নিজেও নেতা-কর্মীদের সঙ্গে রাতে সমাবেশস্থলে অবস্থান করবেন।

    আরও পড়ুন-  বাস টার্মিনাল ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

    নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, রবাটসনগজ্ঞ স্কুল মাঠ, সিও বাজার, খটখটিয়া, আলমনগরসহ বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের জন্য অস্থায়ী প্যান্ডেল তৈরি করেছে মহানগর বিএনপি। সেখানে স্বেচ্ছাসেবকরা দেখভাল করছেন।

    রবাটসনগজ্ঞ স্কুল মাঠে দায়িত্বে থাকা যুবদল নেতা মাসুম জানান, নেতা-কর্মীদের জন্য ধানের খড় বিছিয়ে দেওয়া হয়েছে। উপরে সামিয়ানার কাপড় দেওয়া হয়েছে। নেতা-কর্মীরা রাতে নিজ নিজ অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করবেন। সেখানে দিনাজপুর ও লালমনিরহাট জেলার নেতা-কর্মীরা অবস্থান করছেন।

    এদিকে বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, সভাস্থলে বিকালের পর থেকে মোবাইল নেটওর্য়াক নেই। সম্ভবত নেটওর্য়াক জ্যামার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ অনেক চেষ্টা করেও মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।

    মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, সমাবেশস্থলে হঠাৎ করে সন্ধ্যার পর থেকে মোবাইল নেটওর্য়াক হাওয়া হয়ে গেছে। ফলে এখান থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এজন্য সরকারকে দায়ী করে এটা পরিকল্পিত বলে অভিযোগ করেন তিনি।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…