ঢাকাThursday , 28 September 2023

ভিসানীতি আমেরিকার নিজস্ব ব্যাপার; উদ্বিগ্নের কিছু নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

আমেরিকার ভিসিনীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ভিসানীতিতে কোনো বাহিনী, দল কিংবা গোষ্ঠীর কথা আমেরিকা উল্লেখ করেনি, তারা নিয়মিতভাবেই সবাইকে ভিসা দেয় না। তারা কাকে ভিসা দেবে এটা তাদের নিজস্ব বিষয়। আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। এ নিয়ে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই উদ্বিগ্ন নয়।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর থানার নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন-   পুলিশ সুপারকে ড্রোন ক্যামেরা ও কম্পিউটার উপহার প্রদান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা আমেরিকার গতানুগতিক প্রক্রিয়া। এতে বিচলিত হওয়ার কিছু নেই। আমেরিকার ভিসানীতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক রয়েছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বর্তমান সময় ও নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করবে।’

এ সময় উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০