জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ির অথেনটিক সেন্ট্রাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) অথেনটিক সেন্ট্রাল স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন কর্তৃক আয়োজন উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও গবেষক এবং সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এম এ বারী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া।
আরও পড়ুন- স্ত্রীকে লঞ্চে তুলে দিয়ে ফেরার পথে প্রাণ গেল চিকিৎসকের
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর আমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শামসুল হক, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও সানন্দবাড়ী কলেজের সাবেক উপাধ্যক্ষ লুৎফর রহমান, সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল কাদের সিদ্দিকী, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তা সার্জেন্ট আবু সামা, সাবেক সেনা কর্মকর্তা অর্ডন্যান্স মোজাম্মেল হক, সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের (ডিএসবি) আব্দুর রাকিব খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার আহবায়ক আবু সামা আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, বিদ্যাপীঠ মডেল স্কুলের পরিচালক রুহুল আমিনসহ অনেকেই।
আরও পড়ুন- ৪১তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার ২৫২০
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সনদ, বৃত্তি ও ক্রেস্ট ও মেডেল প্রদান করেন অতিথিবৃন্দ।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ জানান, অত্র বিদ্যালয়ের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির প্রায় ১১০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো বৃত্তি পরীক্ষায়। এর মধ্যে ১২ জন টেলেন্টপুল,৩২ জনকে সাধারণ গ্রেড, মোট ৪০ জনকে নগদ অর্থ আর সনদপত্র প্রদান করা হয়।