biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাWednesday , 26 July 2023

মদনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশ

Link Copied!

নেত্রকোণা জেলার মদন উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঈদুল আজাহার চাল বিতরণে অনিয়ম, অর্থ আত্মসাত এবং পরিষদের সদস্যদেরকে অন্তর্ভুক্ত না করার অভিযোগে সেই বিতর্কিত ইউপি চেয়ারম্যান মোছলেহ উদ্দিন এর বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২৪ জুলাই ২০২৩ইং দর্শানোর নোটিশ প্রদান করে।

জানা যায়, নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে ১০ কার্যদিবসের মধ্যে উক্ত চিঠির জবাব প্রেরণ নিশ্চিত করণের জন্য নির্দেশ প্রদান করেছেন।

গত ১৬ এপ্রিল চেয়ারম্যান মোছলেহ উদ্দিন ভূঁঞার অনিয়ম ও দুর্নীতির কারণে এবং পরিষদের ইউপি সদস্যদের কোন কাজে অন্তর্ভুক্ত না করার কারণে ৫ জন ইউপি সদস্য জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করায় নেত্রকোণা জেলা প্রশাসক অভিযোগসমূহ তদন্ত করে ৪ টি অভিযোগের সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করেন।

আরও পড়ুন-   মদনে ভিজিএফের চাল বিতরণ ইউপি চেয়ারম্যানের বাড়িতে

উল্লেখ্য, ঈদুল ফিতরের (২০২৩ইং) ৮৭ জন দুস্থদের চাল চেয়ারম্যান মোছলেহ উদ্দিন ভূঞা তার নিজস্ব লোকজন দিয়ে মাস্টার রোলে ভুয়া টিপসই দিয়ে আত্মসাৎ করে।সেই ঘটনার তদন্তে যান তৎকালীন ইউএনও তানজিনা শাহরিন। তখন ৮৭ জন দুস্থদের চাউল আত্মসাত করার সত্যাতা পেলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর ও যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করেন ইউএনও তানজিনা শাহরিন। তার প্রেক্ষিতে মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশ জারি করে।

এ ব্যাপারে নায়েকপুর ইউপি চেয়ারম্যান মোছলেহ উদ্দিন ভূঁঞা সাথে কথা বললে তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানি না।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ 
  • আমাদেরকে ফলো করুন…