নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ৮ মার্চ সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে রবিবার চন্দ্রগঞ্জের বশিকপুর ইউনিয়ন ও রামগঞ্জের লামচর ইউনিয়নের কাশিমনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে জাহাঙ্গীর আলম (৩৭) ও রামগঞ্জের লামচর ইউনিয়নের কাশিমনগর এলাকার হাজী নুর ইসলামের ছেলে মোঃ নাছির (৩১)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় জাহাঙ্গীর আলম (৩৭) এর কাছে ২’শ পিস ও মোঃ নাছির (৩১) এর ১’শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দুইজনে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তিনি জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।