নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিল করা হয়েছে। আজ সোমবার (২২ ফেব্রুয়ারী) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ সচিবালয়। মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত হওয়ায় সংসদ সদস্য পদ হারালেন তিনি।
দেশের ইতিহাসে প্রথম কোন সংসদ সদস্য বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারালেন। অর্থ ও মানবপাচারের মামলায় গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের ফৌজদারী আদালতে গত ২৮ জানুয়ারি চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষীপুর ২ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আর সংসদ সদস্য থাকার যোগ্য নন। সে কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে তার আসন শূন্য হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী ২৭৫ লক্ষীপুর-২ আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হল।