নিজস্বপ্রতিবেদক:
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পানি উন্নয়নবোর্ডের ওয়াপদা খালের ভাঙ্গনে হঠাৎ তলিয়ে গেছে ৩টি ব্যবসা-প্রতিষ্ঠান।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে চাঁদখালী বাজারে অবস্থিত বেইলী সেতুর দক্ষিণ পাড় অস্বাভাবিক জোয়ারে ওই ৩টি দোকান তলিয়ে যায়।
ব্যবসায়ী মোরশেদের চা দোকান, ইসমাইলের মুদি দোকান, লিঠনের ঔষধ ফার্মেসী বর্তমানে হুমকির মুখে রয়েছে সেলিমের রাইছ মেইল ও জকসিন টু ওয়াপদা অফিস সড়ক।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষার সময় এই ভাবে অস্বাভাবিক ভাঙ্গনের চিত্র দেখা দেয় তবে বিন্দু মাত্র টনক নড়ছে না স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কতৃপক্ষের।