যুক্তরাজ্যের বিখ্যাত সঙ্গীত সাময়িকী নিউ মিউজিক্যাল এক্সপ্রেস (এনএমই) যাত্রা শুরু করতে যাচ্ছে এশিয়ায়। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে বিনোদন জগতেও কঠিন প্রভাব পড়েছে। তবে এর মধ্যেই এশিয়ায় তাদের শাখা উদ্বোধন করতে যাচ্ছে পত্রিকাটি।
এনএমই জানায়, ‘দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গীতের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। গানের ধারা যাই হোক না কেন, বিশ্বজুড়ে তা দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। তাদেরই গল্প তুলে ধরার জন্য অধীর উৎসাহে অপেক্ষা করছি আমরা। এর সিঙ্গাপুর ভিত্তিক নতুন ওয়েবসাইটটির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গীত নিয়ে নতুনভাবে তুলে ধরবে।
জানা গেছে, কোম্পানিটির প্রাথমিক লক্ষ্য সিঙ্গাপুর, মালেশিয়া ফিলিপাইন। তারপর ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও পরিধি বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। এনএমই এর এশিয়ার সম্পাদকীয় প্রধান ইলিয়াস অং জানান, ‘দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গীতের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। গানের ধারা যাই হোক না কেন, বিশ্বজুড়ে তা দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। তাদেরই গল্প তুলে ধরার জন্য অধীর উৎসাহে অপেক্ষা করছি।’
উল্লেখ্য, নিউ মিউজিক্যাল এক্সপ্রেস সর্বপ্রথম ১৯৫২ সালে মার্চে প্রকাশিত হয়। ২০১৫ সালে বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে প্রকাশনাটি। তার ৩ বছর পরই মুদ্রণ সংস্করণ বন্ধ হয়ে যায় ও শুধু অনলাইন ভিত্তিক ভাবে প্রকাশিত হয়। ২০১৯ সালে প্রকাশনাটি কিনে নেয় সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি ব্যান্ডল্যাব টেকনোলজি।