শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল এসএলপিপি’র বিজয়ে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে বর্তমান নেতৃত্বের ওপর শ্রীলংকার জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।
প্রধানমন্ত্রী বলেন, আন্তঃদেশীয় যোগাযোগ, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও জলবায়ু পরিবর্তনসহ অভিন্ন স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে কাজ করে আসছে বাংলাদেশ ও শ্রীলংকা। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আশা জানিয়েছেন শেখ হাসিনা।