নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সমিতির ঈদ উপহার পেলে স্বেচ্ছাসেবী ১৫০পরিবার। আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে ৪৭ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির মাধ্যমে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সমিতির উপদেষ্টা নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, লক্ষ্মীপুর জেলা বিএমএর সভাপতি ও উপদেষ্টা ডাক্তার আশফাকুর রহমান মামুন, উপদেষ্টা সাবেক এনএসআই কর্মকর্তা বিশিষ্ট সমাজ সেবক শামসুল আমিন, উপদেষ্টা ও লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হিজবুল বাহার রানা , লক্ষ্মীপুর জেলার সম্মানিত স্বেচ্ছাসেবী সমিতির উপদেষ্টা ও চন্দ্রগঞ্জ থানা চৌদ্দদলের যুগ্ন আহবায়ক মোশারফ পাটোয়ারী, উপদেষ্টা ও কেয়ার এডুকেশন এর অধ্যক্ষ আশাদুর রহমান রাজু, উপদেষ্টা ও ইত্তিহাদুল নাচ ফাউন্ডেশনের সভাপতি রুমি, উপদেষ্টা ও ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন ভূঞা, লক্ষ্মীপুর আউটলুকের পরিচালক মাসুম মোল্লা।
অনুষ্ঠান শেষে সকলের উপস্থিতিতে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে রাজু আহমেদ ( লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সেন্টার) কে আহ্বায়ক ও সৈয়দ নূর হোসেন ফাহাদ (অগ্রযাএা ফাউন্ডেশন) কে সদস্য সচিব করা হয়। এছাড়াও যুগ্ম_আহ্বায়ক রেজাউল করিম রিয়ান( সেইভ আওয়ার লাইফ সোল), সাইফুল ইসলাম মিন্টু(নবযুগ ক্লাব), রেজওয়ানুল কবির শাকিল(মুক্তমালা), ইসমাইল খাঁন সুজন ( বিকেবি ক্লাব), শংকর মজুমদার(মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠন), সম্মানিত সদস্য মিজানুর রহমান মিজান( আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা), শাহিন আলম (সবুজ বাংলাদেশ)।
উপস্থিত অতিথিবৃন্দ নবগঠিক কমিটির প্রতি শুভ কামনা জানান।