লক্ষ্মীপুরের রামগতিতে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ওই উপজেলাতে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো আট জন।
উপজেলার প্রথম শনাক্তকৃত রোগী সুস্থ হয়েছেন। আর নতুন দুইজনসহ জেলাতে মোট শনাক্তকৃত রোগী ৫৩ জন। এদের মধ্যে একজন ঢাকাতে শনাক্ত হয়েছে। বাকি একজন শনাক্তের আগেই মারা যায়।
জেলাতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ জন রোগী। ফলে শনাক্তকৃত ৪৭ জন রোগী রয়েছে জেলাতে। শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যলয় থেকে নতুন শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা সিভিল সার্জন কার্যলয় সূত্র জানায়, চট্রগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি থেকে ২৬ জনের নমুনার ফলাফল আসে। এদের মধ্যে দুইজন রোগীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।