নিজস্ব প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধুকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দেওয়া রানা নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (১৪ এপ্রিল) মঙ্গলবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান। গ্রেফতারকৃত হিমরুল কায়েস রানা রামগতি থানার চর মেহার এলাকার দিলদার হোসেন ছেলে ও শিবির কর্মী।
জানা যায়, গ্রেফতারকৃত হিমরুল কায়েস রানা ফেসবুকে বঙ্গবন্ধু মুজিবকে নিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর লগো বিভিন্ন পন্যে আপত্তিকরভাবে সংযুক্ত করে পোস্ট দেয়। এতে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন। যার প্রেক্ষিতে উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক শাহ্ মোহাম্মদ রাকিব মামলাটি দায়ের করেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মামলা দায়ের করার পর শিবির কর্মী রানাকে গ্রেফতার করা হয়েছে।আগামীকাল তাকে কোর্টে প্রেরন করা হবে।