সিলেট: সিলেটে মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৩টা ৪৩ মিনিটে আকস্মিক কেঁপে উঠে সিলেট নগরী। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২৮ কিলোমিটার উত্তর পূর্ব-যা সিলেটের কাছাকাছি অবস্থিত।
ভূমিকম্পে অনেকেই ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে পড়েন। তবে ভূমিকম্পের প্রভাবে সিলেটে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়াবিদদের মতে, সিলেট ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা। ফলে মৃদু ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
নগরের লালবাজারের বাসিন্দা কামরুল ইসলাম জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।