হাসপাতালে ভর্তি হলেন কলকাকাতার সিনেমার জনপ্রিয় নায়িকা তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের বাবা। তাঁর জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। ডায়াবিটিসের সমস্যাও রয়েছে। রবিবার রাতে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
নুসরাত বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বাবার অন্য কোনো শারীরিক সমস্যা নেই, পাশাপাশি এখন জ্বর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এছাড়া প্রাথমিকভাবে তার করোনা সংক্রমণের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।’
জানা গেছে, নুসরাতের বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী। সেই কারণেই জ্বরের ওষুধ কাজ করছিল না, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইনসুলিন দেওয়ার পর তিনি সুস্থ আছেন।