সৌদি আরবেও জেঁকে বসেছে করোনাভাইরাস। প্রথম দিকে আক্রান্ত ও মৃত্যুর হার কম থাকলেও দিন যত যাচ্ছে, বাড়ছে সংখ্যা। এর মাঝেও একটি স্বস্তির খবর পাওয়া গেছে। মদিনার উহুদ হাসপাতালে সুস্থ শিশুর জন্ম দিয়েছেন করোনায় আক্রান্ত এক আফগান নারী।
গত বৃহস্পতিবার ছেলে সন্তান প্রসব করেন ওই নারী। জন্মের পরপরই তার নাম রাখা হয় ওমর। তবে পরিবার না চাওয়ায় প্রথমদিকে খবরটি গোপন রাখা হয়। মদিনার স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।
গত ৩০ মার্চ অন্তঃসত্ত্বা অবস্থায় করোনার উপসর্গ নিয়ে উহুদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে ওই নারীকে বিশেষ সেবা দেওয়া হয়। এ অবস্থায় গত বৃহস্পতিবার ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
উহুদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। তবে দুজনকেই আলাদা রাখা হয়েছে। কোনোভাবেই যেন সদ্যজাত শিশুটি প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত না হতে পারে, চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।