নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষ্যে ৩জন সফল নারীকে সম্মাননা দিয়েছে প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর শাখা। আজ রবিবার দুপুরে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন, সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ টেলিভিশনে নাট্য প্রতিযোগিতায় একক অভিনয়ে দেশসেরা হওয়া রাফিয়া আক্তার রেশমা ও নারী উদ্যোক্তা হিসেবে আয়েশা বেগম কে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি এবিএম রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিককর্মী মাহতাব উদ্দিন আরজু, বন্ধুসভার উপদেষ্টা এড. ফখরুল ইসলাম জুয়েল, সাবেক সাধারন সম্পাদক এড. জোবায়ের আল মামুন অনিম।
জেলা শাখার সাধারন সম্পাদক এসকে রিয়াদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইসমাইল খান সুজন, যুগ্ম সাধারন রাজীব হোসেন রাজু, রিয়াদ হোসেন, সদস্য শরীফ, হৃদয়, জিসান প্রমূখ।