একমাত্র টেস্টে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্টেস্টের তৃতীয় দিন শুরু করেছে স্বাগতিকরা। ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম (৩২) ও মুমিনুল হক (৭৯)। তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছেন।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ২৬৫/১০
বাংলাদেশ : ২৯৪/৩ (৮৩.৩ ওভারে)
লিড : ২৯ রানে।
মুমিনুলের সেঞ্চুরি
অধিনায়ক হিসেবে প্রথম ও টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। ডোনাল্ড ত্রিপানোর করা ৮৩তম ওভারের তৃতীয় বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন মুমিনুল। ১৫৬ বলের এই ইনিংসে ১২টি চারের মার ছিল।
মুশফিকের ফিফটি
টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। ৮০তম ওভারে ভিক্টর নাইআউচির করা চতুর্থ বলটিকে গালি এবং স্লিপের মাঝখান দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ৪৯ থেকে ফিফটিতে পৌঁছান। ৯৫ বল খেলে ১০ চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ইতিমধ্যে মুশফিক ও মুমিনুল শতরানের জুটিও গড়েছেন।