নিজস্ব প্রতিবেদক :
আনন্দ শোভাযাত্রা ও সুধী সমাবেশের মাধ্যমে লক্ষ্মীপুরের রায়পুরে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ এলাকায় এটি পালন করা হয়। এসময় যুগান্তরের ২১বছরের পদার্পণ উপলক্ষ্যে অতিথিরা একটি কেক কাটেন।
সমাবেশে যুগান্তর’র রায়পুর উপজেলা প্রতিনিধি তাবারক হোসেন আজাদের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি, কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, যুবলীগ নেতা মারুফ বিন জাকারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম সাইফুল হক, সাংবাদিক মাহবুব আলী মিন্টু, মুকুল পাটোয়ারি, আনোয়ার হোসেন ঢালী, আবু মুছা মোহন, সোহেল আলম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।