ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে ১৮০ যাত্রী এবং ক্রু নিয়ে উড্ডয়নের পর ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
খবরে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি তেহরানের আন্তর্জাতিক বিমান থেকে উড্ডয়ন করেছিল। এটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে যাত্রা করছিল। যান্ত্রিক ত্রুটির কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে জানা গেছে।
এদিকে ইরাকে মার্কিন ঘাঁটিতে এক ঘণ্টার ব্যবধানে দুবার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলের বেশির ভাগ আকাশসীমাই বন্ধ রাখা হয়েছে।
রাডারের তথ্য অনুযায়ী, ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ বিমানটি তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে সকাল ৬টায় যাত্রা করে। বিমানটিতে ১৮০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিল। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত নয়।